ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

টাঙ্গাইলে কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দেলদুয়ারের কৃষি প্রশিক্ষণ হল রুমে দেলদুয়ার উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের সহযোগিতায় বায়ার ক্রপ সাইন্স এ বীজ বিতরণ করে। দেলদুয়ার উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার নিয়ন্তা বর্মনের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন বায়ার ক্রপ সাইন্সের টেরিটরি অফিসার আশিকুর রহমান।


এসময় ১৬৬ জন কৃষকদের মধ্যে ৩ কেজি করে অ্যারাইজ তেজ গোল্ড হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। এ ধানটি পাতাপোড়া রোগ প্রতিরোধী। এ ধানের চাল লম্বা ও চিকন। প্রতি হেক্টর জমিতে ৮-৯ টন ধান উৎপাদন হয়। ১৪০-১৪৫ দিনের মধ্যে এ ধান কাটা যায়। এসময় বায়ারের স্থানীয় প্রতিনিধি জহুরুল ইসলামসহ দেলদুয়ার উপজেলায় কর্মরত উপ-সহকারি কৃষি অফিসাররা উপস্থিত ছিলেন।

ads

Our Facebook Page